ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

 মুজিব কারাগারে থেকেই সোচ্চার ছিলেন ভাষা আন্দোলনে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-২৭)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ৩১ মার্চ ২০২৩

অদম্য অকুতোভয় মুজিব কারাগারে থেকেই সোচ্চার ছিলেন বাংলা ভাষার আন্দোলনে। এই জেলজীবনের বেশিরভাগ সময় কেটেছিল বন্দি হিসেবে। কখনো তিন, কখনো ছ’মাসের আটকাদেশ প্রদান করে বিনাবিচারে জেলে রাখা হচ্ছিল তাঁকে। চিহ্নিত করা হয়েছিল পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হিসেবে। 

সে সময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুল হকসহ আরও কিছু নেতাকেও কারাগারে কাটাতে হয়। কিন্তু মুজিবের মতো একটানা দু’বছর কারাগারে কেউ থাকেননি ঐ সময়। মাত্র হাতে গোনা ক’জন কমিউনিস্ট নেতা সে সময় টানা জেল খেটেছেন। বন্দি থাকতে মুজিবের সঙ্গে গোয়েন্দারা দেখা করতো। ফিরে গিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মুজিব সম্পর্কে প্রতিবেদন জমা দিতো। সেসব রিপোর্টে বলা হতো, কোনোভাবেই বাগ মানানো যাচ্ছে না শেখ মুজিবকে। সহসা তিনি মাথা নত করবেন না বলেই মনে হয়। তাই এ বন্দির আটকাদেশ বাড়ানো হোক। 

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি